দুপচাঁচিয়ার তালোড়ায় নৌকা প্রতীকের পক্ষে ভোট চেয়ে পথসভা

0
304

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার নির্বাচন আগামী ১৫ মে। এ নির্বাচন উপলক্ষে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী আমিরুল ইসলাম বকুলের নৌকা প্রতীকের পক্ষে ভোট চেয়ে পৌর এলাকার বাশোপাতা মহল্লার পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় অত্র মহল্লার খান অটোরাইচ মিল চত্বরে প্রাক্তন প্রধান শিক্ষক আফজাল হোসেন এর সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল মান্নান খানের পরিচালায় এ পথসভা অনুষ্ঠত হয়। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, সহসভাপতি আমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, আদমদীঘি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, তালোড়া পৌর নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী আমিরুল ইসলাম বকুল, দুপচাঁচিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, জেলা আ’লীগের সাবেক সদস্য আনোয়ার হোসেন, কাহালুর দুর্গাপুর ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান খান, নারহট্ট ইউপি চেয়ারম্যান বেলাল তালুকদার, দুপচাঁচিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আ’লীগ নেতা তছলিম উদ্দিন প্রমুখ। পথসভায় বক্তারা বলেন, অত্র পৌর নির্বাচনে নৌকা প্রতীকের গণজোয়ার সৃষ্টি হয়েছে। তাই উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দিয়ে বকুলকে বিজয়ী করার আহবান জানান। এ সময় আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মী এবং মহল­বাসী উপস্থিত ছিলেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here