সেলিম হায়দার :
সাতক্ষীরার তালায় ৫৪পিচ ইয়াবাসহ দু’যুবককে আটক করেছে পুলিশ। রবিবার বিকালে ঘোনা বাজার এলাকা থেকে মফিজুল ইসলাম (২৮) কে ৪পিচ ইয়াবাসহ আটক করে পুলিশ। সে উপজেলার মাঝিয়াড়া গ্রামের শেখ আব্দুস সাত্তার ছেলে।
অপরদিকে শনিবার রাতে সুজনশাহা এলাকা থেকে ৫০ পিচ ইয়াবাসহ শহিদুল বিশ্বাস নামের এক যুবককে তালা থানা পুলিশ আটক করে। সে তালা উপজেলার যুগিপুকুরিয়া গ্রামের আব্দুল কাদের বিশ্বাসের ছেলে।
এঘটনায় তালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। যার নং ৯/১৮।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেন।
খবর৭১/এস: