স্বপন বিশ্বাস মাগুরা প্রতিনিধি: বাংলা বছরের শুরু থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ মৌসুমে বোরো ধান ঘরে তুলতে চরম ক্ষতির সম্মুখিন হচ্ছেন মাগুরার কৃষকরা। বৃষ্টির কারণে অনেক জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মাঠেই ভিজে নষ্ট হচ্ছে অনেকের পাকা ধান। বাড়ির আঙিনায় কেটে রাখা ধানের গাছ বের হয়ে নষ্ট হচ্ছে ধান। অন্যদিক কৃষি শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় লোকসানের মুখে পড়ছেন কৃষকরা। চাষিরা জানান, সম্প্রতি বিভিন্ন এলাকায় বৃষ্টি ও শিলাঝড় হচ্ছে। ফলে বোরো ধানকাটা শুরু হলেও তা ঘরে তুলতে পারছেন না তারা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ধানকাটা শ্রমিকরা বৃষ্টি দেখে বাড়ি চলে যাওয়ায় ধানকাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। এরপরও যেসব চাষি ধান কেটেছেন বৃষ্টি ও শ্রমিক সংকটের কারণে তারা তাদের কাটা ধান বাড়িতে আনতে পারছেন না। এদিকে বৃষ্টির কারণে ধান মাড়াই এবং শুকানোর জায়গা ডুবে যাওয়ার চরম ভোগান্তিতে পড়েছেন তারা। মাগুরা সদর উপজেল্রা আড়াইশাত গ্রামের কৃষক তৌফিক হোসেন জানান, বৃষ্টির কারণে কোনো চাষি ধান কেটে ঠিকমত ঘরে তুলতে পারছেন না। শ্রমিকও পাওয়া যাচ্ছে না। বেনিপুর গ্রামের কৃষক বিদ্যুৎ বিশ্বাস জানান, বৃষ্টির মধ্যে ধানকাটার কারণে আগে যে ধানের দাম ৮০০ ছিল এখন সে ধান ৬০০ টাকায় নিতে চাচ্ছেন না ব্যবসায়ীরা। অন্যদিকে পানির মধ্যে কাজ করতে কৃষি শ্রমিকরা প্রতিদিন ৭শ থেকে ৮শ টাকা দাবী করছেন। ফলে কৃষকরা চরম লোকসানের আশংকা করছেন। মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা জানান, জেলার ধান পাকার আগ থেকেই কৃষকদের মাঝে জেলার কৃষি উপ-সহকারীরা নানা পরামর্শ দিয়ে আসছেন। জেলার প্রায় শতভাগ জমির ধান পেকে গেছে। মৌসুমের শুরুতে ভারী বর্ষণ ও শিলা বৃষ্টি কিছুটা সমস্যা হলেও কৃষকরা এ সমস্যা উতরে যেতে পারবেন।
খবর ৭১/ এস: