রাণীনগরে বিশ্ব মা দিবস পালিত

0
475

খবর৭১:রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: মে মাসের দ্বিতীয় রোববার পালন করা হয় বিশ্ব মা দিবস। নওগাঁর রাণীনগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মা পালিত হয়েছে। রোববার সকালে দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর নানা কর্মসূচি গ্রহন করে।

এদিন সকালে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মো: হারুনুর রশিদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো: মফিজ উদ্দিন প্রাং, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মোয়াজ্জেম হোসেন, নির্বাচন কর্মকর্তা মো: রুহুল আমীন, বড়গাছা ইউপি চেয়ারম্যান মো: শফিউল আলম শফু প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা মেয়েদেরকে বাল্য বিবাহ না দেওয়া, মায়ের ভালোবাসা, সন্তানের প্রতি মায়ের দায়িত্ব, মায়ের কাছ থেকে শিক্ষনীয় বিষয়সমুহ, মায়ের প্রতি সন্তানদের করনীয়সহ নানা বিষয়ে আলোচনা করেন।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here