খেলার ছাড়পত্র মিলল স্মিথ-ওয়ার্নারের

0
360

খবর৭১: বল বিকৃতিকাণ্ডে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে এক বছর করে নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আর ক্যামেরন ব্যানক্রফটের নিষেধাজ্ঞা ৯ মাসের। তিনজনকেই সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করা হয়।

তবে ঘরোয়া ক্রিকেটে খেলার ছাড়পত্র পেলেন স্মিথ-ওয়ার্নার। নিউ সাউথ ওয়েলস ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, চলতি মৌসুমে নিজ নিজ ক্লাবের হয়ে খেলতে পারবেন তারা। যথাক্রমে সাদারল্যান্ড ও র‌্যান্ডউইক-পিটারশ্যামের হয়ে খেলেন এ দুজন।

তবে শর্তও জুড়ে দেয়া হয়েছে, কোনো ক্লাবের হয়েই অধিনায়কত্ব করতে পারবেন না এ জুটি।

স্মিথ-ওয়ার্নারের খুললেও পেন্ডুলামের মতো ঝুলে আছে ব্যানক্রফটের ভাগ্য। ক্লাব ক্রিকেটে তিনি খেলতে পারবেন কিনা- সে বিষয়ে এখনও সিদ্ধান্ত জানায়নি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ডিস্ট্রিক ক্রিকেট কাউন্সিল। সোমবার তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিং করেন ব্যানক্রফট। তাতে মদদ ছিল স্মিথ-ওয়ার্নারের। ফলে নেতৃত্ব খোয়াতে হয় এ দুজনকে।পরে সেই ঘটনায় আলাদা মেয়াদে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন এ ত্রয়ী।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here