সেলিম হায়দার:
সাতক্ষীরার শ্যামনগরে পৃথক স্থানে বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছে আরও দুইজন।
বৃহস্পতিবার (১০ মে) দুপুরে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের ঘোলা ও গাঙআটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঘোলা গ্রামের মৃত আব্দুল মাজেদের ছেলে আশরাফ হোসেন (২৮) ও গাঙআটি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আমিনুর রহমান (১৬)।
দগ্ধরা হলো- গাঙআটি গ্রামের আব্দুর রহিমের ছেলে মিজানুর রহমান (১৫) ও গোলাম বারীর ছেলে আক্তারুল ইসলাম (১৭)।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে আশরাফ হোসেন ঘেরে কাজ করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়।
অপরদিকে আমিনুর রহমান তার বাড়ির পাশের মসজিদে জোহরের নামাজ পড়ে বারান্দায় বসে ছিলেন। মসজিদের বাইরের একটি গাছে বজ্রপাত হলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় দগ্ধ হন মিজানুর ও আক্তারুল। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর ৭১/ এস: