শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা):
পাইকগাছা পৌরসভার সরল এলাকার প্রায় ২শ’ পরিবারের সুপেয় পানি নিশ্চিত করতে সরকারি জমিতে পুকুর খননের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।
পাইকগাছা পৌরসভার সরল এলাকার প্রায় ২ শ’ পরিবারে দীর্ঘ দিন যাবৎ সুপেয় পানির সংকট তীব্রতর হয়েছে। সুপেয় পানির অভাবে অনেক পরিবার বাধ্যতামূলক দূষিত পানি পান করে আসছিল। অবশেষে তাদের দাবির প্রেক্ষিতে স্থানীয় ৪নং ওয়ার্ডের সরল মৌজার এসএ ১ নং খতিয়ানের ৬৩২ ও আরএস ৭০০ নং দাগে ০.৯১ একর আয়তনের বে-দখল হয়ে যাওয়া সরকারি খাস খালটিতে একটি পুকুর খননের সিদ্ধান্ত নিয়েছে। এলাকাবাসী জানায়,দীর্ঘ দিন খালটিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের কোন প্রকার তদারকি না থাকায় খালটি স্থানীয়রা যে যার মত করে অবৈধ দখল নিয়েছে।
সর্বশেষ গত ৯ এপ্রিল এলাকাবাসী খালটি পুনরুদ্ধার পূর্বক সেখানে একটি পুকুর খননের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদন করেছেন। যার পরি প্রেক্ষিতে সোমবার সকালে উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফকরুল হাসান সরেজমিনে নির্ধারিত স্থান পরিদর্শন করে এক সপ্তাহের মধ্যে সার্ভেয়ারের মাধ্যমে নির্দিষ্ট সম্পত্তি চিহ্নিত করে সেখানে একটি সুপেয় পানির পুকুর খননের সিদ্ধান্ত গৃহিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়,কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান,কবিতা দাশ,ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শেখ তাহিদুল ইসলাম,সার্ভেয়ার সাকিরুল ইসলাম,নওয়াব আলী,আরাফাত হোসেন আক্কাজ,মৃত্যুঞ্জয় সরদার,প্রনব সরদার,বিধান,ইদ্রিস আলী, রেজাউল ইসলাম,আয়জুদ্দীন, গোবিন্দ লাল বাছাড়,জামিনুর ইসলাম,আব্বাস উদ্দীন,প্রভাষ সরদার,মিনতী সরদার ও তৃপ্তি সরদার’সহ স্থানীয়রা।
খবর ৭১/ এস: