শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ঐতিহ্যবাহী দাসের জঙ্গল বাজার পাহাড়া ও আইন শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ মে ২০১৮ ইং) বিকালে ইদিলপুর ইউনিয়ন পরিষদের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইদিলপুর ইউনিয়ন পরিষদের (পদকপ্রাপ্ত) চেয়ারম্যান ও দাসের জঙ্গল বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন শিকারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.বি.এম. মেহেদী মাসুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোসাইরহাট উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান দেওয়ান মোঃ শাহজাহান। এসময় উপস্থিত ছিলেন, বেলায়েত হোসেন স্বপন, ইউনুস ঢালী, ফয়েজ আহম্মেদ, নুরুল হক ঘরামী, মকফর মোল্যা, গোলাম কিবরিয়া, খলিলুর রহমান, রাসেল মিয়া, সামসুল হক হাওলাদার, রুবেল সরদার, মজিবর চৌকিদার, কাদের ভূইয়া, মান্নান দেওয়ান, রাজ্জাক সিকদার, টিটু হাওলাদার, মাওলানা কবির হোসেন, বাদল হোসেন বেপারী, গৌতম মালো, মোক্তার হোসেন খান, শামীম মুন্সী, ফারুক বয়াতী, আক্তার ঘরামী, এমরান হোসেন পেদা, আবু বক্কর বেপারী, নজরুল ইসলাম সরদার, উপল, আলআমিন সহ বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
খবর ৭১/ ই: