খবর৭১:আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ ও শিলাবৃষ্টি হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে আবহাওয়ার পূর্বভাসে।
আবহাওয়ার এই পূর্বাভাস বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য।
আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২৩ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিমলায় ১৯.২ ডিগ্রি সেলসিয়াস।
খবর৭১/জি: