শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা):
মদিক বিরোধী অভিযানের অংশ হিসেবে কপিলমুনির কুখ্যাত গাঁজা বিক্রেতা লুৎফর গাজী(৫০)কে ৬০ গ্রাম গাঁজাসহ স্থানীয় ফাঁড়ি পুলিশ রোববার বিকেলে সদরের বালুর মাঠ এলাকা থেকে গ্রেফতার করেছে। একই সময় পুলিশ শাহিন সরদার(৩৭) নামে আরো এক গাঁজা সেবীকে আটক করে। আটক লুৎফর কপিলমুনির মৃত নিজাম গাজীর ছেলে ও শাহিন উপজেলার রাড়–লির ছমির সরদারের ছেলে।
কপিললমুনি পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির এএসআই জাহাঙ্গীরের নেতৃত্বে একদল পুলিশ সদরের বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৬০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করে। পুলিশ জানায়,লুৎফর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বিভিন্ন সময় পুলিশের অভিযানে সে গ্রেফতার হলেও বেরিয়ে এসে ফের মাদক ব্যবসা শুরু করে।
খবর ৭১/ ই: