খবর৭১:১৯ রুশ নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বাগদাদের একটি আদালাত। তারা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটে যোগ দিয়েছিল এবং ওই সন্ত্রাসী গোষ্ঠীর হয়ে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল।
রোববার ইরাকের কেন্দ্রীয় অপরাধ আদালত আইএসে যোগদান এবং সন্ত্রাসবাদে সমর্থন জানানোর অপরাধে ওই রুশ নারীদের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন। রায় ঘোষণার সময় বেশ কয়েকজন নারী তাদের শিশু সন্তানসহ আদালতে উপস্থিত হন।
আদালতের শুনানিতে উপস্থিত থাকা এক রুশ কূটনীতিক জানিয়েছেন, সাজা পাওয়া ওই নারীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের বিষয়ে জানানো হবে। আজারবাইজানের আরও ছয় নারী এবং তাজিকিস্তানের আরও চার নারীকেও যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
বেশিরভাগ নারীই জানিয়েছেন, তাদের ভুল পথে পরিচালিত করে ইরাকে নিয়ে যাওয়া হয়েছে। রোববার দোষী সাব্যস্ত হওয়া এক নারী বলেন, আমি জানতাম না যে আমাকে ইরাকে নিয়ে যাওয়া হয়েছে। আমি জানতাম যে, স্বামী আর সন্তানদের সঙ্গে তুরস্কে গিয়েছি। কিন্তু হঠাৎ একদিন আবিষ্কার করলাম যে, আমি আসলে তুরস্কে না বরং ইরাকে আছি।
খবর৭১/জি: