হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে প্রিন্স শেখ (২৫) নামে এক ভুয়া ডিবি পুলিশ আটক হয়েছে। রোববার (২৯ এপ্রিল) সকালে কালিয়া উপজেলার পেড়লী গ্রামের মোজাহের শেখের বাড়ি থেকে তাকে আটক করা হয়। প্রিন্স কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের পারমছনন্দপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় প্রিন্সের বিরুদ্ধে কালিয়া থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার পেড়লী গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে মোজাহের শেখ ওই গ্রামের একটি হত্যা মামলার আসামী। এ মামলা হতে অব্যাহতি দেয়ার কথা বলে মোজাহের শেখের পরিবারের কাছ থেকে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন সময়ে ১ লাখ ১৪ হাজার টাকা হাতিয়ে নেয় প্রিন্স। গত মার্চ মাসের বিভিন্ন সময়ে ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা গুলো হাতিয়ে নেয়। তবে এক মাসের বেশি সময়েও প্রিন্স তার কথা মোতাবেক মোজাহের শেখকে হত্যা মামলা থেকে অব্যাহতি দিতে না পারায় তাদের সন্দেহ হয়। এদিকে, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে প্রিন্স আবারো টাকার জন্য মোজাহের শেখের বাড়িতে গেলে তার গতিবিধি ও কথাবার্তায় ভূক্তভোগীদের আরো সন্দেহ হয়। পরে মোজাহেরের বাড়ির লোকজন প্রিন্সকে আটক করে পুলিশে খবর দেন। কালিয়া থানার এসআই শিমুল দাশ জানান, এ ঘটনায় প্রিন্স শেখের বিরুদ্ধে মামলা হয়েছে।
খবর ৭১/ ই: