শাহজাদপুরে উত্তরবঙ্গ ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের সড়ক অবরোধ

0
456

খবর৭১:রাজিব আহম্মেদ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:শাহজাদপুরে উত্তরবঙ্গ ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের সড়ক অবরোধ।
সিরাজগঞ্জের শাহজাদপুর বাঘাবাড়ীতে উত্তরবঙ্গ ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকের সাথে শাহজাদপুর মটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের দ্বন্দের জের ধরে বৃহস্পতিবার (২৬ এপ্রিল)ট্যাংলরি শ্রমিকরা বাঘাবাড়ী ডিপোর সামনে গাড়ী রেখে রাস্তা বন্ধ করে অবরোধ শুরু করলে বাঘাবাড়ী দক্ষিনপাড় থেকে গঙ্গাপ্রসাদ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। ৩ ঘন্টাব্যাপি এ যানজটে সধারন যাত্রীরা চরম দুর্ভোগের স্বীকার হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লা, সহকারী কমিশনার(ভুমি) মোহাম্মদ হাসিব সরকার, অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়ার হস্তক্ষেপে বেলা দেড়টার সময় যান চলাচল শুরু হয়।
এ ব্যাপারে, উত্তরবঙ্গ ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান সিরাজ বলেন, বর্তমানে সার ও তেলের সিজন হওয়ায় সকালে গাড়ী লোড দিতে বাঘাবাড়ী এলাকায় একটু জ্যামের সৃষ্টি হয়। এর জন্য দ্রুতগামী গাড়ীগুলোর একটু অপেক্ষা করতে হয়। এ কারনে শাহজাদপুর মটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা আমাদের শ্রমিকদের গাড়ী আটকিয়ে দেয় এবং শ্রমিকদের মারপিট করে । এর প্রতিবাদে আমাদের শ্রমিকরা সড়ক অবরোধ করে। পরে প্রশাসন বিচার করার আশ্বাস দেয়ায় আমাদের শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here