জহিরুল ইসলাম মৃধা সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার টিপুরদী এলাকায় অবস্থিত চৈতি কম্পোজিট লিমিটেড এর কর্তৃপক্ষ ওই কোম্পানীর দুই শতাধিক শ্রমিকদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়।
চৈতি কম্পোজিটের উপ-মহা ব্যবস্থাপক (প্রশাসন) মিজানুর রহমান বলেন, আমাদের কোম্পানী ব্যবস্থাপনা পরিচালক আবুল কালামের নির্দেশে ও সহযোগীতায় প্রতি বছর কারখানার শ্রমিকদের পরিবারে মা-বাবা, ভাই-বোন ও সন্তানদের বিনামূলে চিকিৎসা সেবাসহ ঔষধ বিতরণ করা হয়। তিনি বলেন, এমবিবিএস ডাক্তার ডি.আর কাজী সোহানা ইয়াছমিনের নেতৃত্বে অভিজ্ঞ ডাক্তার গণ সকাল থেকে দুপুর পর্যন্ত গাইনী, চর্ম রোগ, ডায়বেটিস, হরমোন, বাত ব্যাথা, জ¦র, ঠান্ডা ও সর্দি সহ প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। তিনি বলেন, এছাড়াও আমাদের কারখানার নিয়োগকৃত ডাক্তার দিয়ে সারা বছর শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
খবর ৭১/ এস: