সৌদি আরবে সিলিন্ডার বিস্ফোরণ, ৭ বাংলাদেশির মৃত্যু

0
435

খবর ৭১: মাত্র ১ সপ্তাহর ব্যবধানে আবারো সৌদি আরবের হাইল জেলার হোলাইফা শহরে সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন বাংলাদেশির মৃত্যু। এবং ১ জন গুরুতর অগ্নিদগ্ধ।দুতাবাস জানিয়েছে নিহত ৭ ও ১ জন গুরুতর আহত ।

মঙ্গলবার দিবাগত রাতে সৌদি আরবের আল হোলাইফা শহরে এ দুর্ঘটনা ঘটে।

কমলনগর উপজেলার নিহত দুই সহোদর হলেন- করইতোলা বাজারসংলগ্ন চর লরেন্স গ্রামের নেছার আহম্মদের ছেলে জসিম উদ্দিন (২৬) ও মো. ইব্রাহিম (২৩)। এছাড়া ওই দুর্ঘটনায় ফেনীর দুজন ও কুমিল্লার তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত জসিম উদ্দিন ও মো. ইব্রাহিমের চাচা লক্ষ্মীপুরের কমলনগরের করইতোলা বাজারের উপকূল ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক নজির আহমেদ হেলালী তার দুই ভাতিজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার সন্ধ্যায় সৌদি প্রবাসী স্বজনদের মাধ্যমে তাদের মৃত্যুর খবর তিনি নিশ্চিত হয়েছেন বলে তিনি জানিয়েছেন। এ খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here