দেলদুয়ারে অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেফতার ১

0
380

দেলদুয়ার(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারে অপহৃত কিশোরী রিমা বাগচীকে উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে অপহরণকারীকেও গ্রেফতার করা হয়েছে। বুধবার উপজেলা সদরের পশ্চিমপাড়া থেকে তাকে উদ্ধার করা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম জানান, ১০ এপ্রিল এলাাসিন ইউনিয়নের গাছ-কুমুল্লী গ্রামের নরেন্দ্র নাথ বাগচীর মেয়ে রিমা বাগচীকে (১৪) অপহরণ করে আগ-এলাসিন গ্রামের ভরত সরকারের ছেলে বিশ^জিৎ সরকার। গত সোমবার অপহৃতের পিতা নরেন্দ্র নাথ বাগচী বাদী হয়ে দেলদুয়ার থানায় অপহরণ মামলা করেন। খোঁজ নিয়ে জানা গেছে, বিষয়টি প্রেম ঘটিত। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিলো। রিমার পরিবার এ সম্পর্ক মেনে না নেয়ায় বিশ^জিৎ ফুঁসলিয়ে রিমা বাগচীকে বাড়ির বাহিরে এনে অপহরণ করে।

খবর৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here