নান্দাইলে বিএনপি’র সাবেক সাংসদের উদ্বোধনী ফলক ভেঙ্গে দিলেন ঠিকাদার

0
732

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ নান্দাইলে বিএনপি’র সাবেক সংসদ সদস্য কর্তৃক ২০০৫ সনে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন ফলকটি সোমবার (১৬ই এপ্রিল) বিকালে ভেঙ্গে ফেলার এক গুরুতর অভিযোগ পাওয়া গেছে। জানাযায়, উপজেলার মুশুলী ইউনিয়নের মেরেঙ্গা থেকে লায়লা বাজার পর্যন্ত ইটের সলিং রাস্তাটির উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরী। উদ্ধোধনের সময় একটি শ্বেত পাথরের ফলক নির্মাণ করা হয়েছিল। বর্তমানে সেই উদ্বোধনী ফলকটি ঠিকাদার কা নের নির্দেশে স্থানীয় নবিয়াবাদ গ্রামের আব্দুল হাইয়ের পুত্র আঃ হেকিম কর্তৃক ভেঙ্গে ফেলা হয়েছে। আব্দুল হেকিম জানান, “নতুন নির্মাণ কাজের ঠিকাদার মো. কা ন মিয়া আমাকে এই ফলক ভেঙ্গে ইটগুলো নিয়ে যাওয়ার জন্য বলায় আমি ফলক ভেঙ্গে ফেলি। এটা যে একটা অপরাধ তা আমি বুঝতে পারিনি।” এতে করে স্থানীয় জনসাধারনের মনে নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবুল খায়ের বলেন, “বর্তমানে এই রাস্তায় কার্পেটিং কাজের টেন্ডার হয়েছে। রাস্তাটি নতুন করে নির্মাণ করা হবে। পুন:নির্মাণ কাজে পূর্বের স্থাপনকৃত উদ্বোধনী ফলকটি ভেঙ্গে ফেলা উচিত হয়নি। তিনি বিষয়টি তদন্ত করে দেখবেন বলে জানান।” অপরদিকে ঠিকাদারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে “তিনি নতুন রাস্তার কাজ পেয়েছেন বলে জানান। তবে পুরাতন ফলকটি ভাঙ্গার জন্য আমি কাউকে বলেনি বলে জানান।” তিনি আরোও বলেন “এক বেডা (লোক) যদি কয় আপনার বাড়িতে আগুন লাগাইতে তাহলে তাই করবেন নাকি?। আপনারা যেডা খুশি পত্রিকায় উঠাইয়া দেন। এইডা আপনাদের খারাপ একটা ব্যবসা।” স্থানীয় আওয়ামীলীগ নেতা মো. আব্দুল হামিদ জানান, “বিগত বিএনপি সরকারের আমলে সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরী রাস্তাটি নির্মাণ কাজের উদ্বোধনী ফলক স্থাপন করেন। কিন্তু ফলকটি কি কারণে ভেঙ্গে ফেলা হলো তা আমি বুঝতে পারিনি। তবে পুরাতন ফলকটি ভেঙ্গে ফেলা ঠিক হয়নি।” তিনি বিষয়টি তদন্ত করে দেখবেন বলে জানান। ফলক ভাঙ্গার ব্যাপারে মোঠুফোনে জানতে চাইলে টিকাদার উত্তেজিত হয়ে পরেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here