গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মুজিবনগর দিবস পালিত

0
340

গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মুজিবনগর দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় জাতির পিতার সমাধি বেদীতে ফুল দিয়ে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদসহ সকল দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, সচিব এবং কর্মকর্তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এরপর তারা সেখানে ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাত করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার নাকিব হাসান তরফদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আব্দুল হালিম, সহ সভাপতি সোলায়মান বিশ্বাস, শেখ জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক শেখ আবুল বশার খায়ের, যুগ্ন সম্পাদক শেখ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, পৌর আওয়ামীলীগ সভাপতি শেখ তোজাম্মেল হক টুটুল, পাটগাতী ইউপি চেয়ারম্যান মিলন মোল্লা, বর্নি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাদশাসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here