বাকাসাস’র কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে রাণীনগরের ওএস মোতাহার হোসেন নির্বাচিত

0
345

সুকুমল কুমার প্রামানিক রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসাস) এর কেন্দ্রীয় সভাপতি পদে নওগাঁ জেলা কালেক্টরেটের সহকারী সমিতির সভাপতি ও নওগাঁর রাণীনগর উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার মো: মোতাহার হোসেন নির্বাচিত হয়েছেন। সম্প্রতি কেন্দ্রীয় কমিটি, জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথ সভা (কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশন-২০১৮) অনুষ্ঠিত হয়।

এদিন সকালে ঢাকার গুলিস্থান জাতীয় গ্রন্থ কেন্দ্রের মিলনায়তনে বিদায়ী কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের বিদায়ী কমিটির মহাসচিব মোঃ মজিবর রহমান মোল্লা, সহ-সভাপতি আয়েত আলী, আব্দুল খালেক, আবু দাইয়ান, যুগ্ম-সম্পাদক ছলিম উদ্দিন ও বিভিন্ন জেলা কমিটির সভাপতি সম্পাদকবৃন্দ। অনুষ্ঠানে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসাস) এর কেন্দ্রীয় কমিটিতে মো: মোতাহার হোসেন (নওগাঁ) কে সভাপতি, মো: শাহীনুর ইসলাম (খুলনা) কে মহাসচিব করে ৯১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এদিকে নওগাঁ কালেক্টরেটের সহকারী সমিতির সভাপতি ও নওগাঁর রাণীনগর উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার মো: মোতাহার হোসেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসাস) এর কেন্দ্রীয় সভাপতি পদে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন নওগাঁ জেলা প্রশাসক মো: মিজানুর রহমান।

এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আল-ফারুক জেমস, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া বিনতে তাবিব, ভাইস চেয়ারম্যান হারুনূর রশীদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: ছনিয়া ইসলাম, বাংলাদেশ উপজেলা পরিষদ এমপ্লয়ীজ এসোসিয়েশন রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক মো: আনছার আলী, নওগাঁ জেলা কালেক্টরেট সহকারী সমিতির সাধারণ সম্পাদক হৃষিকেশ চন্ত্র মন্ডল, রাণীনগর উপজেলা সরকারি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম রাইপসহ অনেকেই।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here