খবর ৭১: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সারা জীবন শুভক্ষণ নয়। তারপরও বর্তমান সরকারের আমলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুচিকিৎসা পাচ্ছেন না, বিএনপির নেতাদের এধরনের কথা বলা দুঃখজনক।
সোমবার (১৬ এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে বিএনপির নেতাদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় কোন অবহেলা হচ্ছে না। ইতোমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং পরীক্ষা-নিরীক্ষাও করা হযেছিল। তাই তার চিকিৎসা নিয়ে কোনো ধরনের রাজনীতি করা ঠিক নয়। একজন কারাবন্দির জেল কোড অনুযায়ী চিকিৎসা দেয়া হয়। এর বাইরে চিকিৎসা দেয়ার সুযোগ নেই। বলা হচ্ছে খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলা করা হচ্ছে। তিনি দুই বারের প্রধানমন্ত্রী ছিলেন কাজেই তার মর্যাদা ও গুরুত্ব অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, বিএনপির নেতারা বিভিন্ন বক্তব্যে যেসব অভিযোগ করেছেন তা ঠিক নয়। অহেতুক দায়িত্ব-জ্ঞানহীন বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। সাবেক প্রধানমন্ত্রীর সর্বোচ্চ সুযোগ দেয়া হচ্ছে। বর্তমানে তিনি ভালো আছেন এবং নিয়মিত ওষধ সেবন করছেন।