রাজীবের হাত হারানো মামলায় ২ চালকের জামিন নামঞ্জুর

0
315

খবর ৭১ঃ কাওরান বাজারে দুই বাসের চাপে তিতুমীর কালেজের স্নাতকের ছাত্র রাজীব হোসেনের হাত কাটা পড়ার ঘটনার মামলায় দুই বাসচালকের জামিন নামঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে আজ দুপুরে ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিনের আদালত তাদের জামিন নামঞ্জুর করেন। জামিন না পাওয়া আসামিরা হলেন- বিআরটিসি বাসের চালক ওয়াহিদ (৩৫) ও স্বজন বাসের চালক খোরশেদ (৫০)। ওয়াহিদের পক্ষে তার আইনজীবী মোহাম্মদ ইউনুস ও খোরশেদের পক্ষে হেলাল উদ্দিন পাটোয়ারী জামিন শুনানি করেন। এর আগে ৫ই এপ্রিল দুই আসামির দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৮ই এপ্রিল তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here