খবর৭১:সিরিয়ায় আসাদ সরকার ও রাশিয়ার জোট নতুন করে রাসায়নিক হামলা করলে দেশটিতে আবারো আঘাত হানবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার সরকারকে এই সতর্কবার্তা দিয়েছেন।
ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র আবারো সিরিয়ায় হামলার জন্য প্রস্তুত রয়েছে।
অভিযোগ, সিরিয়ার দৌমা শহরে এক সপ্তাহ আগে রাসায়নিক হামলা চালানো হয়। এ কারণে সিরিয়ার আসাদ সরকারকে দায়ী করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স গতকাল শনিবার দেশটিতে একযোগে হামলা শুরু করে। কিন্তু সিরীয় সরকারের দাবী, রাসায়নিক হামলা চালানো হয়নি। বিদ্রোহীদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী এ হামলা হয়েছে।
এদিকে, জাতিসংঘে মার্কিন দূত নিকি হেলি বলেছেন, সিরিয়ার ওপর এ হামলা ন্যায়সঙ্গত, বৈধ ও উপযুক্ত। আমি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি। প্রেসিডেন্ট বলেছেন, যদি সিরিয়ার সরকার আবার বিষাক্ত রাসায়রিক অস্ত্র ব্যবহার করে, যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।
অন্যদিকে, সিরিয়ার ঘনিষ্ঠ মিত্র রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শনিবারের ওই হামলার নিন্দা প্রস্তাব উত্থাপন করেছে।
তবে, প্রস্তাবটি নাকচ হয়ে গেছে। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব আনা রাশিয়ার পক্ষে ভোট দিয়েছে কেবল বলিভিয়া ও চীন।
খবর৭১/জি: