জামালগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শতবর্ষী চড়ক পূজায় মানুষের ঢল

0
334

খবর৭১:জামালগঞ্জ প্রতিনিধি:জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের ছয়হারা ও খোজার গাঁওয়ে চড়ক পূজা অনুষ্টিত হয়েছে।
গত শনিবার ১লা বৈশাখ চড়ক পূজায় হাজারও মানুষের ঢল নামে।ধর্ম বর্ণ নি:শেষে সব মানুষেরা এই চড়ক পুজা দেখতে আসেন।

সুনামগঞ্জ জেলার মধ্যে জামালগঞ্জের এই দুইটি স্হানেই শিব চর্তুদশীতে চড়ক পূজা ও মেলার অায়োজন করা হয়ে থাকে।দুইশত বছর পূর্ব থেকে শুরু হওয়া এই চড়ক পূজা সনাতন ধর্মের একটি অন্যতম উৎসব।এই উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বী সহ সব ধর্ম বর্নের দর্শনার্থীরা ভির জমায়।বিভিন্ন উপজেলার দূর দূরান্তের পূজারীগণ কয়েক দিন আগ থেকেই এখানে উপস্হিত হন।

এখানে চড়ক গাছের খাম্বার উপরে চলকির মত বাঁশ বেধে বাঁশের দুই মাথায় রশি টানানু হয়।আর এই রশিতে ২ জন সন্যাসীর পিটে বড়শী গেথে ঘোড়ানো হয়।
তাদের পিটের চামড়ায় লোহার হুক বা বড়শী অাটকিয়ে রশি দিয়ে বেধে চড়কগাছের তৈরী উচু খাম্বায় ঘোড়ানো হয়।
এর আগে চড়ক গাছের চতুর দিকে সন্যাশীগণ দল বেধে তন্ত্রমন্ত্র পাট করে পুজো করেন। অনেক নারী ও শিশুরা পুজা করে।অাবার অনেকই মানত পুরণ করতে দেখা গেছে।

সন্যাসীরা জানান,প্রভুর নৈকট্য লাভ করা অনেকের মন বাসনা পুরন সহ ছেলে মেয়ে পাবার অাশায় এখানে ছুটে আসেন।হাওরের ফসল যাতে সুষ্টভাবে ঘরে তুলতে পারে এ জন্যও পুজা করা হয়।

ছয়হারা গ্রামের মুক্তিযোদ্বা শ্রীকান্ত তালুকদার বলেন,চড়কপূজা অামাদের ধর্মীয় অনুষ্টান।প্রতিবছর উৎসবমুখর পরিবেশে এটি পালিত হয়ে আসছে।
অনেক দর্শনার্থী ছুটে আসেন এখানে।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here