খবর ৭১:সমাজে দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তাদের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। শুধু নিজের ও নিজের পরিবারের স্বার্থে কাজ না করে সুবিধা বঞ্চিত মানুষের সাহায্যে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। পরিবার ও সমাজের প্রতি দায়িত্ববোধ রেখে সম্মিলিতভাবে ভালো কাজ করে গেলে দেশ ও সমাজের উন্নতি হবে ।
সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড মাসমিডিয়া (সিফডিয়া)-এর উদ্যোগে বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড’র খুজগিপুর মোল্লাবাড়িতে গরিব দুস্থদের মধ্যে মাংস বিতরণকালে বক্তারা বলেন এ কথা বলেন।
সিফডিয়া-’র চেয়ারম্যান অধ্যাপক শেখ আব্দুর রশিদদের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার মাংস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিফডিয়ার নির্বাহী পরিচালক রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, খুজগিপুর ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার আব্দুস সালাম কালাম, সিফডিয়া পরিচালিত গ্রাম উন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী আব্দুস শহিদ, হাফিজ শেখ আব্দুর রহমান নোমান, সিলেট এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার আব্দুস সোবহান ইমন, শেখ সাবিত আল ইবাদ প্রমুখ।
সিফডিয়ার উদ্যোগে শতাধিক পরিবারকে মাংস প্রদান করা হয়।
খবর ৭১/ ই: