খবর ৭১: ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে তা প্রতিহত করা হবে।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। পরে ঢাবি ভিসির বাসায় হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ।
তিনি আরও বলেন, কোটা সংস্কার নিয়ে সরকার সাধারণ শিক্ষার্থীদের দাবির বিষয়টি পর্যালোচনা করছে। আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা ইতোমধ্যে যে যার পড়ার টেবিলে চলে গেছে। যারা আন্দোলনের নামে ঘোলা পানিতে মাছ শিকার করবে, সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিহত করবে।