মতিয়া চৌধুরী ক্ষমা না চাইলে দেশব্যাপী অবরোধ’

0
360

খবর৭১: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংসদে দেয়া কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে দেশব্যাপী অবরোধের হুমকি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

তারা বলেছেন, ‘৯ এপ্রিল জাতীয় সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেছেন। তার এ বক্তব্য আজ বিকেল ৫টার মধ্যে প্রত্যাহার করাসহ তাকে ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় ৫ টার পরে দেশব্যাপী ফের অবরোধ করা হবে।’

মঙ্গলবার (১০ এপ্রিল) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতারা এ হুঁশিয়ারি দেন।

কমিটির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, ‘আমরা যারা কোটা সংস্কার দাবিতে আন্দোলন করেছি, আমরা অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। কিন্তু তারপরেও মতিয়া চৌধুরী আমাদেরকে রাজাকারের বাচ্চা বলেছেন। আমরা এ বক্তব্যের তীব্র নিন্দা জানাই। সেইসাথে বিকেল ৫টার মধ্যে এ বক্তব্য প্রত্যাহার করাসহ মতিয়া চৌধুরীকে ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি তিনি ক্ষমা না চান তাহলে ৫টার পরে আবার দেশব্যাপী ছাত্রসমাজ অবরোধ করবে।’

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের তুলোধুনা করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সোমবার সংসদ অধিবেশনে বলেন, ‘পরিষ্কার বলতে চাই, মুক্তিযুদ্ধ চলছে, চলবে। রাজাকারের বাচ্চাদের আমরা দেখে নেবো। মতলববাজ, জামায়াত-শিবির, তাদের এজেন্টদের বিরুদ্ধে সামান্য শৈথিল্য দেখানো হবে না।’

তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের সন্তানেরা সুযোগ পাবে না, রাজাকারের বাচ্চারা সুযোগ পাবে? তাদের জন্য মুক্তিযোদ্ধা কোটা সংকুচিত হবে? রাজধানীকেন্দ্রিক একটি এলিট শ্রেণী তৈরির চক্রান্ত চলছে।’
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here