খবর৭১: ইনিংসের শুরুটা প্রত্যাশিত হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। ২০ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে মোস্তাফিজদের দলটি।
আইপিএলের ১১তম আসরের উদ্বোধনী ম্যাচে খেলছেন মোস্তাফিজুর রহমান। তার দল মুম্বাই ইন্ডিয়ান্স টসে হেরে আগে ব্যাটিং নেয়ে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়েছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত মুম্বাইয়ের সংগ্রহ ৯ ওভারের খেলা শেষে ২ উইকেট হারিয়ে ৬২ রান। ২৮ ও ১৮ রান নিয়ে লড়াই করছেন সুরাইয়া কুমার যাদব ও ইশান কৃষাণ।
রানের খাতা খোলার আগেই ফিরে গেছেন ওপেনার ইভিন লুইস। ১৫ রান করে শেন ওয়াটসনের বলে ক্যাচ তুলে দিয়ে বিদায় নিয়েছেন দলীয় অধিনায়ক রোহিত শর্মা।
শনিবার রাতে মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
খবর৭১/এস: