পাকিস্তানের জন্য চীনের রিমোট সেন্সিং স্যাটেলাইট

0
338

খবর৭১:পাকিস্তানের জন্য শীঘ্রই দুটি রিমোট সেন্সিং স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে চীন। জুন মাসেই সেই স্যাটেলাইট লঞ্চ করা হবে।

গত মঙ্গলবার এমনটাই জানিয়েছে চীনের অ্যাকাডেমি অফ লঞ্চ ভেইকল টেকনোলজি।
এই প্রথম আন্তর্জাতিক স্যাটেলাইট নিয়ে উড়বে চীনের Long March-2C রকেট। এর আগে মোটোরোলার ইরিডিয়াম স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল এই রকেট। ১৯৯৯ তে রকেটটি লঞ্চ করা হয়েছিল।

এই রকেটেই মহাকাশে যাবে চীন-ফ্রান্স ওসানোগ্রাফি স্যাটেলাইট। সেটা অবশ্য এবছরের সেপ্টেম্বরে। যা দিয়ে সমুদ্রের হাওয়া ও ঢেউয়ের উপর নজর রাখা যাবে।

কিছুদিন আগেই চীনের যুদ্ধবিমান থেকে আ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করল পাকিস্তান। পাকিস্তান নেভি ও এয়ারফোর্স যৌথভাবে ওই মিসাইল পরীক্ষা করে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here