পিয়ংইয়ং থেকে দেশে ফিরেছে দক্ষিণ কোরিয় শিল্পীরা

0
287

খবর ৭১:পিয়ংইয়ংয়ে উত্তর ও দক্ষিণ কোরিয় সঙ্গীত শিল্পীরা একই মঞ্চে হাতে হাত রেখে গান গেয়েছেন। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ব্যতিক্রমী এই কনসার্টটি এক আবেগঘন পরিবেশের মধ্যদিয়ে শেষ হয়।

দক্ষিণ কোরিয়ার পপ তারকারা বুধবার দেশে ফিরেছেন। চলতি সপ্তাহে তারা উত্তর কোরিয়ার রাজধানীতে দুটি কনসার্টে অংশ নেন। প্রথমটিতে উত্তর কোরীয় নেতা কিম জং উন উপস্থিত ছিলেন।

তিনি শিল্পীদের পারফরমেন্সে অত্যন্ত মুগ্ধ হয়েছেন বলে উল্লেখ করেন। চলতি মাসে যুগান্তকারী আন্তঃকোরীয় শীর্ষ সম্মেলনকে সামনে রেখে উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে তারা এই সফরটি করলেন।

পিয়ংইয়ং-এ ১২ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন রিউগিয়োং জং জু ইয়ং জিমনেশিয়ামে দ্বিতীয় কনসার্টটির আয়োজন করা হয়। স্টেডিয়ামটি কাণায় কাণায় পূর্ণ হয়ে যায়।

একই মঞ্চে উত্তর কোরিয়ার সামজিয়োন অর্কেস্ট্রা দক্ষিণ কোরীয় পপ তারকার সঙ্গে যোগ দেয়। কিম আকস্মিকভাবেই সস্ত্রীক প্রথম কনসার্টে উপস্থিত হন।খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here