পাইকগাছায় ৩ শতাধিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ

0
873

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় ৩ শতাধিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। খরিপ-১ (২০১৮-১৯) মৌসুমে উফশী আউশ ও নেরিকা আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওয়াতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এলাকার ৩ শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে ২শ জনের প্রত্যেককে নেরিকা জাতের ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি পটাশ, সেচ ও পরিচর্যা বাবদ নগদ ১ হাজার টাকা এবং ১শ জন কৃষকের প্রত্যেককে উফশী জাতের ৫ কেজি বীজ সেচ বাবদ নগদ ৫শ টাকা ও সমপরিমাণ রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হয়। বুধবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা এ্যাডঃ স ম বাবর আলী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা এএইচএম জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন, প্রাক্তন অধ্যক্ষ লুৎফর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, অরুণ কুমার পাল ও মিন্টু রায়।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here