সোনারগাঁওয়ে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
370

জহিরুল ইসলাম মৃধা সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বাড়িমজলিশ গ্রামে গত বুধবার রাতে অভিযান চালিয়ে মাদক সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিস এলাকায় বুধবার রাতে মাদক বিরোধী অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়িচিনিষ গ্রামের মৃত মিলন মিয়ার ছেলে জাকির হোসেনকে ৫ শ গ্রাম গাজা, গোহাট্টা গ্রামের খালেক মিয়ার ছেলে হালিমকে ৪০ পিস ইয়াবা ও নারায়ণগঞ্জের কিল্লারপুল এলাকার বাসিন্দা সেন্টু মিয়াকে ১৫০ পিস ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here