মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কলেজ অধ্যক্ষ নিহত

0
263

খবর৭১:মিরসরাই প্রতিনিধি:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার নয়দুয়ার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কলেজ অধ্যক্ষের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনায় মিরসরাইয়ের প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ আমিনুর রসুল (৪৫) মারা যান। অধ্যক্ষ আমিনুর রসুল চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার স্থায়ী বাসিন্দা। তিনি সেইফ লাইন নামের একটি হিউম্যান হলারের যাত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, নয়দুয়ার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী নামাচ্ছিল ওই হিউম্যান হলারটি। এসময় পেছন থেকে একটি কার্ভাড ভ্যান সেটিকে ধাক্কা দেয়।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই একরামুল ইসলাম বলেন, গুরুতর আহত অবস্থায় অধ্যক্ষ আমিনুর রসুলকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

“এই ঘটনায় অন্য কেউ আহত হয়নি। কার্ভাড ভ্যানটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে।”
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই হিউম্যান হলারের অধিকাংশ যাত্রীই নয়দুয়ার স্টপেজে নেমে যান। অধ্যক্ষ আমিনুর রসুল ছাড়া সেসময় আর কোনো যাত্রী ছিল না।
অধ্যক্ষ আমিনুর রসুলকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার শিক্ষার্থীরা ভিড় করেন। এসময় অনেককে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায়।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here