মিশা ভাই হাজারটা, আমি ৫০টি ধর্ষণ সিন করেছি’

0
764

খবর৭১: আপনি সিনেমাতে কতবার ধর্ষণ করেছেন? কার সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধ করতেন ধর্ষণের সিন করতে?’ মূলত একটি টক শোতে খলনায়ক মিশা সদাগরকে করা পূর্ণিমার এমন প্রশ্ন নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।

বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক কিছু অনাকাঙ্ক্ষিত ধর্ষণের ঘটনা টেনে এনে পূর্ণিমা এটাও বললেন, ‘এটা ঠিক, গেল এক সপ্তাহে দেশে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কাছাকাছি সময়ে এই অনুষ্ঠানটা অনএয়ার যাওয়ার পর স্বাভাবিক বিষয়টাকে অস্বাভাবিক খাতে প্রবাহিত করা হয়েছে।

পূর্ণিমা ক্ষমা চেয়ে নিজের আত্মপক্ষ সমর্থনে বলেন, ‘দেখুন টানা ২০ বছরের পরিচয়-সম্পর্ক আমার আর মিশা ভাইয়ের। আমার প্রথম ছবির প্রথম দৃশ্যের সহশিল্পী ছিলেন তিনি এবং সেটি ছিল ধর্ষণের দৃশ্য। মিশা ভাই তার পুরো ক্যারিয়ারের ন্যূনতম হাজারটা এমন সিন করেছেন। আমি কমপক্ষে ৫০টি ছবিতে এই সিন করেছি। এসব তো চিত্রনাট্যের দাবিতে একটি দৃশ্য মাত্র।’

পূর্ণিমা আরও বলেন, ‘সিনেমায় তো রেপ সিন করার পর সেটার বিচার হয়, ভিলেন মার খায়, শাস্তি হয়। সিনেমার রেপ সিন তো মানুষকে কখনও প্রভাবিত করেনি। আরও সচেতন করে। আর সেটা নিয়ে একটি ফিল্মের টক শোতে কথা বলতে গেলে অপরাধ!’

সবশেষে পূর্ণিমা ব্যাথিত কন্ঠে সাংবাদিকদের বলেন, আমরা বিষয়টাকে একটি দৃশ্য হিসেবেই ট্রিট করেছি। আমাদের মনে কোনও কালি ছিল না। অথচ সেটা নিয়ে এত বড় নোংরা রাজনীতি হয়ে গেল।’
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here