বাগেরহাটে বেতাগায় তৃনমূলের জনগনকে ক্ষমতায়িত করতে উন্মুক্ত ওয়ার্ড সভা

0
381
Exif_JPEG_420

খবর৭১,এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যাগে তৃনমূলের জনগনকে ক্ষমতায়িত, টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়ন ও স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্টা এবং একটি শাক্তিশালী মডেল ইউনিয়ন গড়ার লক্ষে সকল জনগনের অংশ গ্রহনে উন্মুক্ত ওয়ার্ড সভা গতকাল শনিবার সন্ধ্যায় ৪নং ওয়ার্ডের চাকুলী সরকারী প্রাথমিক বিদ্যলয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য মোঃ ফোরকান শিকারীর সভাপতিত্বে এর উদ্ভোধক ছিলেন, স্বশাসিত ইউনিয়ন পরিষদ এ্যাডভোকেসি গ্র“প অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও ইউপি চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অভিজিৎ শীল, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আঃলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট হীটলার গেলদার। উপদেষ্টা ছিলেন, সংরক্ষিত মহিলা সদস্যা মোসাঃ কামরুন্নাহার নীপা, সিআইজি ফোরামের সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উচ্চশিক্ষা সহায়তা ও সম্প্রসারন প্রকল্পে সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান-১ মোঃ ইউনুস আলী, শিক্ষাবিদ দুলাল চন্দ্র দাশ ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নিখিল চন্দ্র দাশ। এসময় চাহিদার কথা তুলে ধরে বক্তৃতা করেন, আম্বিয়া বেগম, আলেয়া বেগম, ছাপারুন বেগম, আঞ্জিরা বেগম, কুলসুম বেগম, সালেহা বেগম, মাজেদ আলী মোড়ল ও শিক্ষার্থী রাবেয়া খাতুন প্রমুখ। সভা শেখ ১১জন নতুন ভাতাভোগীকে ভাতার বই প্রদান করা হয়। উলে­খ্য উক্ত ওয়ার্ডে ২০১৬-১৭ অর্থ বছরে ১লক্ষ ১০হাজার টাকা ব্যায়ে চাকুরী সুলতান শেখের বাড়ী হতে এমদাদুল শেখের বাড়ী পর্যন্ত ইটের সলিং নির্মান, ১লক্ষ ৫০হাজার টাকা ব্যায়ে চাকুরী দারুল ইলুম ইসলামিয়া মাদ্রাসার ভবন সংস্কার, ১লক্ষ টাকা ব্যায়ে চাকুলী পূর্বপাড়া জমে মসজিদ সংস্কার, ১লক্ষ টাকা ব্যায়ে ঈদগাহ ময়দানের উন্নয়ন, ৭৪.১৯৪.১৬টাকা ব্যায়ে চাকুলী দালুম ইলুম ইসলামিয়া মাদ্রসা উন্নয়ন, ১লক্ষ ১২হাজার টাকা ব্যায়ে চাকুলী আশ্রয়ন প্রকল্প হতে ইউনিয়ন পরিষদ পর্যন্ত রাস্তার সোল্ডার উন্নয়ন সহ মোট ৬.৪৬.১৯৪টাকার উন্নয়ন হয়েছে। এছাড়া ৫১জন-কে বয়স্ক ভাতা, ৩৩জন-কে বিধবা ও স্বামী পরিত্যাক্তা ভাতার কার্ড, ১৩জনকে প্রতিবন্দি ভাতার কার্ড, ২৬জনকে মাতৃত্বকালিন ভাতার কার্ড, ৪১জনকে ভিজিডি খাদ্র সহায়তা কার্ড, ৪জনকে উচ্চশিক্ষা সহায়ক বৃত্তি, ১০জনকে কন্যা বর্তিকায় অন্তরভূক্ত, ৫২টি পরিবারকে গভীর নলকুপ প্রদান, ৯৯.৯% বাড়ীতে বিদ্যুৎ সংযোগ স্থাপন ও ১৫টি সেচ স্থাপন করা সহ ব্যাপক উন্নয়ন হয়েছে। শুধু তাই নয় গত বৃহস্পতিবার তারা শতভাগ ট্যাক্স আদায় করতেও সক্ষম হয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here