শরীয়তপুরে খালেদা জিয়ার রোগমুক্তি ও মিলনের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

0
285

শরীয়তপুর প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় ও তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলনের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শরীয়তপুুর শহরে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্যা ও সাধারন সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুতের নেতৃত্বে যুবদল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি রুহুল আমিন মুন্সী ও যুগ্ম আহবায়ক ওয়ালী উল্যাহ খানের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যুগ্ম আহবায়ক এস.এম মনিরুজ্জামান ও সদর উপজেলা সাধারন সম্পাদক জাকির হোসেন হাওলাদারের নেতৃত্বে ছাত্রদল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আঃ মান্নান মাদবর। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আতিক মোল্যা, সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন বেপারী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, পৌরসভা সভাপতি কামাল হোসেন ঢালী, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজী মাসুদ, সাধারণ সম্পাদক সালাম মাঝী, পৌরসভা সভাপতি টিটু হাওলাদার, সাধারণ সম্পাদক খবির সিকদার, উপজেলা ছাত্রদলের সহ-সম্পাদক সাইদ মাহমুদ, পৌরসভা সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্যা প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুৃবদলের প্রচার সম্পাদক রুবেল মোল্যা, পৌরসভা সিনিয়র সহ-সভাপতি নূর মোহাম্মদ খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আজাহার মৃধা, বিএনপি নেতা কুদ্দুস সরদার, শ্রমিক দল নেতা ফারুক খান, কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রানা মোল্যা প্রমূখ।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here