কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে টিটিসি হলরুমে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ার্যান ও সাবেক এমপি মো: জাফর আলী। টিটিসি’র অধ্যক্ষ প্রকৌশলী আয়নুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চাষী করিম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু, সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান, এনজিও সংগঠক মানিক চৌধুরী, আওয়ামীলীগ নেতা নুরুজ্জামান, জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুজ্জামান রাকিব, সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান রনি, টিটিসির প্রধান প্রশিক্ষক সফিকুল ইসলাম শাহজাদা প্রমুখ। পরে টিটিসির শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
খবর ৭১/ ই: