এবার অ্যাপসে খবর ৭১ ডট কম (khobor71)

0
868

খবর ৭১: পাঠকদের জন্য অনলাইন পত্রিকা খবর ৭১ ডট কম(www.khobor71.com) আরো সহজ করতে নিয়ে এসেছে অ্যাপস। এর মাধ্যামে ডিজিটাল যুগে আরো একধাপ এগিয়ে গেলো অনলাইন পত্রিকা খবর ৭১ ডট কম
। ‘মাথা নোয়াবার নয়’ এই স্লোগান নিয়ে যাত্র শুরু করে অনলাইন পত্রিকা খবর ৭১ ডট কম। সারাদেশে এক ঝাঁক সংবাদকর্মী নিয়ে এগিয়ে চলছে পত্রিকাটি। এই অবস্থায় যোগ হয়েছে খবর ৭১ ডট কম এর অ্যাপস। এই প্রসঙ্গে খবর ৭১ ডট কম এর সম্পাদক ড. কামরুল আহসান বলেন, আমরা ধীরে ধীরে খবর ৭১ অনলাইন পত্রিকাটিকে পাঠকের সামনে আরো সহজে উপস্থান করতে বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছি। এরই অংশ হিসেবে খবর ৭১ এর অ্যাপসটি যাত্রা শুরু করেছে।
অ্যাপসটি মাত্র ১.৫ এমবি। এ্যাপসটি যে কোনো গুগল প্লে স্টোর (Goolge Play Store) থেকে স্মার্টফোনে ইনস্টল করা যাবে। Goolge Play Store গিয়ে Khobor71 লিখে সার্চ দিলেই দেখা যাবে অ্যাপসটি।অ্যাপসটি পেতে এখানে ক্লিক করুন link here.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here