গণতন্ত্রের অতন্দ্র প্রহরী গণমাধ্যম:তথ্য মন্ত্রী হাসানুল হক

0
305

খবর৭১:গণমাধ্যমকে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী উল্লেখ করে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাষ্ট্রযন্ত্র ও সমাজের অন্দরে নিরন্তর আলো ফেলে চলেছে আমাদের গণমাধ্যম।

গতকাল বুধবার দুপুরে ঢাকার তেজগাঁওয়ে দৈনিক আমাদের সময় পত্রিকার কার্যালয়ে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময় ও ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলী, পরিচালক মো. আলী হোসেন, পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলাম সারওয়ার, ব্যবস্থাপনা সম্পাদক সন্তোষ শর্মা প্রমুখ।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম ও গণতন্ত্র একই হাতের এপিঠ-ওপিঠ। ছাপার অক্ষরে সংবাদপত্র যে খবর আমাদের কাছে পৌঁছে দেয়, তা চলমান সমাজের দর্পণ হিসেবে কাজ করে। রাজনীতিকরা ভুল করলে গণতন্ত্রের ক্ষতি হয়, কিন্তু গণমাধ্যম ভুল করলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়তে পারে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here