ময়মনসিংহে গ্যাস বিস্ফোরণে কুয়েট ছাত্র শাহীন মিয়া মারা গেছেন

0
348

খবর৭১:ময়মনসিংহের ভালুকায় একটি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্র শাহীন মিয়া মারা গেছেন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢামেক বার্ন ইউনিটের আইসিইউতে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য শাহীনের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

এর আগে বুধবার সকালে ঢামেক বার্ন ইউনিটের প্রধান ডা. সামন্ত লাল সেন জানান দগ্ধ তিনজনের মধ্যে শাহীনের অবস্থা ছিল আশঙ্কাজনক। তার শরীরের ৮৩ শতাংশ পুড়ে গিয়েছিল।

উল্লেখ্য, গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে ভালুকার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার আর এস টাওয়ার নামের ওই ছয়তলা ভবনের তৃতীয় তলায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ওই বাসার কাচ, পার্টিশন ও দুটি দেয়াল চুরমার হয়ে যায়। এতে তাওহীদুল ইসলাম তপু নামে ২৪ বছর বয়সী এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বাকি তিন বাসিন্দাও।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here