পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছায় ইসলামী ব্যাংক পলী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা উপহার বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শাখা ব্যবস্থাপক মোঃ মনজুরুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফফার, ম্যানেজার অপারেশন মিজানুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক হুমায়ুন কবির, সিনিয়র ফিল্ড র্কমকর্তা আছাদুল ইসলাম, মাহফুজুর রহমান, জুনিয়র ইউনিট কর্মকর্তা আমির হোসেন ও সরোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রকল্পের সদস্যদের ২৬৭ মেধাবী সন্তানকে ২ লক্ষ ৩৪ হাজার টাকার শিক্ষা উপহার প্রদান করা হয়।
খবর৭১/এস: