মুরাদনগরে ৮ কেজি গাজাঁ উদ্ধার, নারীসহ আটক ৩

0
277

মো: রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি ;
কুমিল্লা মুরাদনগর উপজেলায় অভিযান চালিয়ে ৮ কেজি গাজাঁ উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃতরা হলো, বি-বাড়িয়া জেলার কসবা থানার বালিউড়া গ্রামের শহিদ মিয়ার ছেলে বিল্লাল হোসেন(২২), একই এলাকার মৃত্যু বদশা মিয়ার স্ত্রী কুলছুম বিবি(৩০) ও কুমিল্লা জেলার বি-পাড়া থানার বলাখাল গ্রামের মৃত্যু আবুল হাসেমের ছেরে বাপ্পি(২৮)।
মঙ্গলবার বিকেলে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জুর গ্রাম থেকে মাদকসহ তিন জনকে আটক করে মুরাদনগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গুঞ্জুর গ্রাম হয়ে একটি মাদকের চালান যাচ্ছে এমন গোপন সংবাদের বিত্তিতে মুরাদনগর থানার এসআই নুরুনবির নেতৃত্বে একদল পুলিশ গুঞ্জুর বেলতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাজাঁসহ বিল্লাল হোসেন ও কুলছুম বিবিকে আটক করে। দুই মাদক ব্যবসায়ীদের আটককরে থানায় আশার সময় গুঞ্জর দক্ষিন পাড়া মোল্লা বাড়ির সামনে বাপ্পি নামের এক ব্যাক্তিকে সন্দেহ হলে তাকে তল্লাশি করে দুই কেজি গাজাঁ উদ্ধার করে তাকে আটক করে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: আরজু জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বুধবার সকালে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here