এবার চার বিয়ে বৈধতা খতিয়ে দেখবে ভারতের সুপ্রিমকোর্ট

0
249

খবর ৭১:মুসলিমদের মধ্যে চার বিয়ে ও নিকাহ হালালের যে প্রথা প্রচলিত রয়েছে তার সাংবিধানিক বৈধতা খতিয়ে দেখবেন ভারতের সর্বোচ্চ আদালত। তিন তালাক প্রথা নিয়ে আগেই রায় দিয়েছেন সুপ্রিমকোর্ট।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ সোমবার জানায়, মুসলিম পুরুষের চার বিয়ে ও নিকাহ হালালের বৈধতাও এবার খতিয়ে দেখা হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

তিন তালাকের সঙ্গেই চ্যালেঞ্জ জানানো হয়েছিল মুসলিম পুরুষের একই সঙ্গে চারজন স্ত্রী থাকার অধিকারের বৈধতাকে। চ্যালেঞ্জ জানানো হয়েছিল নিকাহ হালাল প্রথাকেও।

নিকাহ হালাল হল মুসলিম নারী যদি সাবেক স্বামীকে ফের বিয়ে করতে চান তাহলে আগে অন্য কোনো পুরুষকে বিয়ে করে তার থেকে তালাক নিয়ে আসতে হবে।

এনডিটিভি জানায়, তিনটি বিষয়ের বিচার একসঙ্গে করতে চাননি আদালত। প্রথমে তিন তালাকের বৈধতা বিচার করা হবে। পরে চার বিয়ের প্রথা এবং সর্বশেষ নিকাহ হালালের বৈধতা খতিয়ে দেখা হবে।

এ বিষয়ে সর্বোচ্চ আদালত আগেই জানিয়ে দিয়েছিল। ২০১৭ সালেই সুপ্রিমকোর্টের সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দেয়, তিন তালাক অবৈধ।

বহুবিবাহ ও নিকাহ হালালের সাংবিধানিক বৈধতা খতিয়ে দেখা হবে বলে যে বেঞ্চ সিদ্ধান্ত নিয়েছে, তাতে ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্র ছাড়াও ছিলেন বিচারপতি এএম খানবিলকর এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here