আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ৩শ’ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জানা যায়, বুধবার ভোরে ডিবি পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালান। এতে ১ হাজার ৩শ’ পিচ ইয়াবাসহ ৩ মদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- উপজেলার রামজীবন ইউনিয়নের উত্তর বেকাটারী গ্রামের মৃত নূর মোহাম্মদের পুত্র আন্তঃজেলা ইয়াবা সরবরাহকারী অবসরপ্রাপ্ত সেনা সদস্য- মোস্তফা কামাল ওরফে রুবেল (৪০), দহবন্দ গ্রামের সহিদুলের পুত্র কবীর হোসেন (২২) ও বামনডাঙ্গা ইউনিয়নের পাইটকাপাড়া গ্রামের মৃত আব্দুল মতিনের পুত্র জহুরুল হক (৩৬)। এব্যাপারে সুন্দরগঞ্জ থানায় পৃথক ২টি মামলা রুজু পূর্বক আসামীদেরকে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি- একেএম মেহেদী হাসান জানান, আসামী জহুরুলের বিরুদ্ধে আরো ২টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
খবর ৭১/ ই: