কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে এসএসসি ৯৭ ব্যাচের শিক্ষার্থীরা এক মেডিকেল শিক্ষার্থীকে কংকাল বিতরণ করেছে। কুড়িগ্রাম চিলমারী উপজেলার বাসিন্দা দরিদ্র এ মেধাবী শিক্ষার্থী পাবনা মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী। দরিদ্র পিতার পক্ষে কংকাল ক্রয়ের সামর্থ না থাকায় কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৭ ব্যাচের বন্ধুরা মিলে কংকালটি কিনে হস্তান্তর করে। বুধবার বিকেলে শহরের কলেজ রোডস্থ মানবজমিন কুড়িগ্রাম কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ৯৭ এর আহবায়ক ডা: আল আমিন মাসুদ, সাংবাদিক মিজানুর রহমান মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী সমর্জিৎ সাহা রিন্টু, আরিফুর রহমান রুবেল, মুজাহিদুল ইসলাম, আব্দুল মুমিন, আমান উল্যাহ রুবেল, কামরুল ইসলাম, সাইদুর রহমান, ব্যবসায়ী তাজুল ইসলাম প্রমুখ।
খবর ৭১/ ই: