উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লেখা ইংরেজি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (২৮ মার্চ) বিকেলে নড়াইলের দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ‘ঞযব ঊভভবপঃরাব ইড়ড়শ ঋড়ৎ ঊহমষরংয খধহমঁধমব’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন মোল্লা, দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহা, শিক্ষক রতন কুমার বাগচী, এবিএনকে আদর্শ বালিকা বিদ্যালয়ের শিক্ষক মাওলানা ওবায়দুল্লাহ মোঃ জাকির হোসেন, কবি আব্দুল হক, একরামুল হক, নূর ইসলাম মৃধা, লক্ষীপাশা ইউনিয়নের মেম্বার শেখ আবু সাঈদ, এনামুল হক প্রমুখ। ফরহাদ খান, নড়াইল, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, দৈনিক ভোরের বাংলার প্রকাশক ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখ, মিডিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মোল্যা, প্রচার সম্পাদক বুলু দাস, চ্যানেল নাইন এর জেলা প্রতিনিধি মোঃ ইমরান হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী লোহাগড়ার বয়রা গ্রামের সন্তান মোঃ আহাদ মৃধা বইটি লিখেছেন। তিনি জানান, এই বইটি বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি শেখার ক্ষেত্রে কাজে লাগবে। রাজশাহীর বর্ণমালা প্রকাশনীর উদ্যোগে এ প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। বইটির মূল্য রাখা হয়েছে ১০০ টাকা।
খবর ৭১/ ই: