চৌগাছায় শিক্ষকের বদলি নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

0
655

মুকুরুল ইসলাম মিন্টু চৌগাছা (যশোর) সংবাদদাতা :যশোরের চৌগাছায় এক প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষককে জোর পূর্বব বদলি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ খবর এলকায় প্রচার হলে সংশ্লিষ্ঠ বিদ্যালয়ের অভিভাবক ও ছাত্রী ছাত্রী ক্লাস বন্ধ রেখে দিনভর বিক্ষোভ করেন। পরবর্তীতে শিক্ষা অফিসের কর্মকর্তাতের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার উপজেলার বড়খাঁনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।
একাধিক সূত্র থেকে জানা গেছে, বড়খাঁনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা। তিনি দীর্ঘ দিন ওই প্রতিষ্ঠানে শিক্ষাকতা করছেন। চৌকশ শিক্ষক হিসাবে তিনি ছাত্র ছাত্রী, অভিভাবক এমনকি স্কুল পরিচালনা পরিষদের কাছে অত্যান্ত গ্রহনযোগ্য একজন শিক্ষক হয়েছেন। মঙ্গলবার হঠাৎ করেই তাকে উপজেলা শিক্ষা অফিসে তলব করা হয়। তিনি শিক্ষা অফিসে হাজির হলে একটি বদলির নোঠিশে তাকে জোর পূর্বক স্বাক্ষর করিয়ে নেয়া হয় বলে অভিযোগ। এ খবর সংশ্লিষ্ঠ বিদ্যালয়ে পৌছালে ক্ষোভে ফেটে পড়েন সকলে। বুধবার সকল ছাত্র ছাত্রী ও অভিভাবক স্কুলের প্রধান ফটক বন্ধ করে দিয়ে সামনে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন সহ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সকলকে শান্ত করেন এবং বলেন এই শিক্ষক বদলি হচ্ছে না তিনি এখানেই থাকবেন। এই আশ্বাসের পর অবরোধ তুলে নেয়া হয়। ভুক্তভোগী শিক্ষক গোলাম মোস্তফা জানান, টিও স্যারের নির্দেশ আমি অমান্য করতে পারেনি। তাই ওই বদলির আদেশে স্বাক্ষর করি। কিন্তু এই নিয়ে ছাত্র ছাত্রী ও অভিভাবকরা এমন কিছু করবে সেটি বুঝতে পারেনি। তবে আমি ওই প্রতিষ্ঠানে থাকছি এমনটিই জানিয়েছেন শিক্ষা কর্মকর্তা মহোদয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বদলি একটি নিয়ম মাফিক রুটিন। তিনি বদলি হয়েছেন এ নিয়ে ছাত্রছাত্রী বিক্ষোভ করছে জানতে পেরে আমি সেখানে ছুটে যায় এবং সকলকে শান্ত করি। এ বিষয়টি উপজেলা চেয়ারম্যান মহোদয় দায়িত্ব নিয়েছেন বলে জানান।

খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here