চৌগাছায় আওয়ামী সন্ত্রাসী হামলায় বিএনপির এক কর্মী মারাত্মক আহত

0
415

চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় আওয়ামীলীগ সন্ত্রাসী হামলায় বিএনপির এক কর্মী মারাত্মক আহত হয়েছে। সন্ত্রাসীরা বিএনপির ওই কর্মীর ডিপ টিউবওয়েল জোর করে দখলে নিতে যেয়ে ব্যর্থ হয়ে তাকে বেধড়ক মারপিট করে আহত করে। স্থানীয়র আহত বিএনপি কর্মীকে উদ্ধার করে প্রথমে চৌগাছা হাসপাতালে পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে উপজেলার বুড়িন্দিয়া গ্রামে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার পাশাপোল ইউনিয়নের বুড়িন্দিয়া গ্রামের মৃত কিতাব আলীর ছেলে মজিবর রহমান (৫০) কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। ওই গ্রামের মাঠে তার একটি অগভীর নরকুপ (ডিপ টিউবঅয়েল) আছে। প্রতি বছরের ন্যায় চলতি বছরেও তার ওই নলকুপের আওতায় ইরি বোরো ধান চাষ হয়েছে। এই ডিপ টিউবঅয়েলটি স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা জোর করে দখলে নেয়ায় গভীর চক্রান্ত করে। তারই অংশ হিসাবে বুধবার সকাল ৭ টার দিকে একই গ্রামের সন্ত্রাসী গোলাম মোস্তফা, ইদ্রিস আলী, নুর ইসলাম, মোঃ বাবু, আব্দুল আলিম,আমিরুল সহ ৮/১০ জনের এক সন্ত্রাসী দল মজিবরের বাড়িতে হাজির হয়। এসময় সন্ত্রাসীরা তার নিকট ডিপটিউবঅয়েল ঘরের চাবির জন্য চাপ প্রয়োগ করে। মজিবর চাবি দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা তার উপর চড়াও হয়। এক পর্যায় তারা চাইনিজ কুড়াল, লোহার রড ও হাতুড়ী দিয়ে কুপিয়ে ও মরপিট করে মজিবরকে মারাত্মক আহত করে। তাকে রক্ষার জন্য বাড়িতে থাকা পরিবারের মহিলা সদস্য মালেকা বেগম, কুলসুম বেগম ও জেসমিন খাতুন ছুটে এলে সন্ত্রাসীরা তাদেরও মারধর করে। পরে স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় মজিবরকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার স্থাস্থ্যের কোন উন্নতি না হওয়ায় যশোর আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here