সুলতান আহমেদ, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় পরিত্যক্ত অবস্থায় পুকুর থেকে কষ্টি পাথরের ১০ কেজি ওজনের লক্ষী মূর্তি উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপূরে উপজেলার গাংতা গ্রামের ময়নুল হকের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়।
জানা গেছে, ময়নুল হকের পুরাতন পুকুর গত কয়েক দিন আগে থেকে খনন কাজ শুরু করেন । খননের সময় সকালে মাটির মধ্যে লক্ষী মূর্তিটি পান শ্রমিকরা । স্থানীয়রা পুকুর থেকে তুলে থানায় সংবাদ দেন। সংবাদ পেয়ে লক্ষী মূর্তি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ । মূর্তিটি মূল্য প্রায় কোটি টাকা হবে ধারণা করা হচ্ছে।
গাংতা গ্রাম মুসলিম অধ্যুষিত গ্রাম। ওই গ্রামের ওই পুরাতন পুকুরে কিভাবে লক্ষী মূর্তিটি এলো তা জানা যায়নি।
ময়নুল হক জানান, তাদের পারিবারিক ভাবে পাওয়া ওই পুকুরটি। পুকুরটি ভরাট হওয়ায় খনন কাজ চলার সময় মূর্তিটি পাওয়া যায়।
স্থানীয়রা ও পুলিশ ধারণা করছে, কোন এক সময় গাংতা গ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকজন বসবাস করতেন। তারা হয়তো ওই পুকুরে বিসর্জন ফেলে দিয়ে অন্যত্র চলে গেছেন। এরপর থেকে ওই পুকুরের মাটির মধ্যে পরিত্যক্ত ছিল ওই লক্ষী মূর্তি ।
মান্দা থানার ওসি আনিছুর রহমান জানান, ১০ কেজি ওজনের কষ্টি পাথরের লক্ষী মূর্তিটি প্রতœতত্ত্ব বিভাগে হস্তানান্তর করার প্রক্রিয়া চলছে।
খবর ৭১/ ই: