সারাদেশে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস

0
572
জাতীয় স্মৃতিসৌধ-rtvonline

খবর ৭১: ২৬ মার্চ সারাদেশে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। সকাল থেকে শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের ভাস্কর্যে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ।

রাজধানীতে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ফুল দিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। রাজধানীতে বিভিন্ন র‌্যালি ও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনটি পালিত হচ্ছে।

মহান স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সারা দেশে ও বিদেশে একযোগে একই সময়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশিত হয়েছে।

জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে গোপালগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া ভোরে তোপধ্বনির মধ্য দিয়ে শুরু করা হয় দিনের কর্মসূচি। এরপর শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জাননো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here