মেঘনায় গোসল করতে গিয়ে ৩ শিশুর মৃত্যু

0
479

খবর ৭১:মেঘনা নদীতে গোসল করতে গিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো- ফাতেমা আক্তার (৬), মরিয়াম (৬) ও মারজিয়া (৭)।

রোববার চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইব্রাহীমপুর গ্রামে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা ইব্রাহীমপুর গ্রামের রাড়ী বাড়ির স্বপন রাড়ীর মেয়ে, মরিয়াম একই গ্রামের গাজী বাড়ির মো. জাহাঙ্গীর গাজীর মেয়ে ও একই বাড়ির বারেক গাজীর মেয়ে মারজিয়া।

স্থানীয় ইউপি সদস্য মান্নান গাজী জানান, দুপুরে গ্রামের বেশ কয়েকটি শিশু প্রতিদিনের মতো মেঘনা নদীতে গোসল করতে যায়। গোসল শেষে অন্য শিশুরা বাড়িতে ফিরলেও ওই তিন শিশু নিখোঁজ হয়ে যায়। কিছুক্ষণ পর নদীতে তাদের লাশ ভেসে উঠলে পার্শ্ববর্তী লোকজন তা দেখতে পেয়ে তাদের মরদেহ নদীর পাড়ে নিয়ে আসে। পরে স্থানীয় পল্লী চিকিৎসকদের মাধ্যমে তাদের মৃত্যু নিশ্চিত করা হয়।

ইব্রাহীমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম জানান, চরাঞ্চল থেকে কোনো মুমূর্ষু রোগীকে চাঁদপুর সদর হাসপাতালে দ্রুত আনার কোনো ব্যবস্থা নেই। এ কারণে ওই তিন শিশুকে হাসপাতালে নেয়া সম্ভব হয়নি। বিকাল ৫টার দিকে নিহত শিশুদেরকে নিজ নিজ বাড়িতে দাফন করা হয়েছে।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here